কবি ও গীতিকার আইয়ুব :
মরে যায়, মরে যাব, বলি অনেক মানুষ ই ভাই,
এই কথার মূল্য কয়জনে বুঝতে পারছি ভাই।
সৃষ্টি কর্তার হুকুম না মেনে নিজের মতোই চলি সবাই।
মুখে বলি মরে যাবো মরে যাবো,
আসল কাজ কিছু ই করি নাই,
মরার কথা ভাবলে, অন্যায় অত্যাচার কয়জন করত ভাই।
নিজের লাভের জন্য, সবই করতে পারি ভাই।
কেন বলি মরে যাবো মরে যাবো,। ভাল কাজ কয়েকজনে করি আজ।
অন্যায় অত্যাচারিত অনেক মানুষ ই ভাই।
সত্য কথা ও সত্য পথে চলতে না পারলে,
মরে যাবো মরে যাবো বলে কোন লাভ নাই।
এ পৃথিবী ছেড়ে চলে যাবো একদিন , অজানা কাহারও নাই।
মরে যাব একদিন তো জানি আমরা সবাই।
মরে যাব।