মাধবপুর((হবিগঞ্জ)প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে একজন সিএনজি চালক। ব্যায় ,ব্যহুল চিকিৎসা করতে পাড়ছে না পরিবার। এক সন্তান ,স্ত্রী ও মা অসহায় অবস্থায় দিন পাড় করছে। মামলার সুত্রে জানা যায়, গত ২৫ ফ্রেরুয়ারী রাতে মাধবপুর উপজেলার আদাঐর গ্রামে পূর্ব শক্রতার জের ধরে নয়ন মিয়া কে ঘর থেকে ডেকে নিয়ে বুকে , গলায় ছুরিকাঘাত করে একই গ্রামের সুহেল মিয়া , হানিফ মিয়া ,জুয়েল মিয়া সহ কয়েকজন। আশংকা জনক অবস্থায় নয়ন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। কিন্তু বুকের মধ্যে ও গলায় ছুরিকাঘাত ছিল মারাত্বক ঝুকিপূর্ন। টাকার অভাবে পুড়ো চিকিৎসা করানো যাচ্ছে না নয়নের। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা চলছে নয়ন মিয়ার। আত্মীয় স্বজন, প্রতিবেশীদের সহযোগীতায় চলছে চিকিৎসা । হাসপাতালে জীবন ও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নয়ন । নয়নের মা প্রতিনিয়ত চোখের জল ফেলছে। নয়ন কে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় তার মা তাছলিমা আকতার বাদি হয়ে আবু সায়েদ মিয়া , সুহেল মিয়া সহ ৬ জনের নাম উল্লেখ করে গত ১৩ মার্চ মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। (মামলা নং-০৩/৮৬) । ঘটনার ১৫ দিন পাড় গেলেও এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।
নয়নের পরিবারের দাবি আসামীদের যেন দ্রুত গ্রেফতার করা হয়।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।