হবিগঞ্জ প্রতিনিধি : অচেনা দু’জন মানুষ,একইরকম দেখতে।একজন হলে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।অপরজন হলেন হবিগঞ্জের মাধবপুরে এক স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ী মো:বেনু মিয়া।গুগলের সিমিলার ফেইস সফটওয়্যারও তাদের চেহারার সাদৃশ্যকে সমর্থন দেয়। এছাড়া দুজনের আচরণ ও ব্যক্তিত্বেরও সাদৃশ্য রয়েছে বলেও জানাচ্ছেন অনেকে।
বেনু মিয়া জানান,সায়েম সোবহান আনভীর অত্যন্ত উঁচু পর্যায়ের সফল একজন ব্যবসায়ী।কোন সময় দেখা হলে একসাথে ছবি তোলার ইচ্ছা আছে।আমি তার মঙ্গল কামনা করি।
মাধবপুরের তরুণ শিল্পদ্যোক্তা মোঃ শানু মিয়া জানান, শুধু চেহারাতেই নয় ব্যক্তিত্বেও তাদের মধ্যে মিল রয়েছে।সবই আল্লাহর ইচ্ছা। এই দুজনকে একসাথে দাঁড়িয়ে দেখার খুব ইচ্ছা আমাদের।