কবিও গীতিকার আইয়ূব :
এক, দুই, তিন।
লেখাপড়া করব প্রতিদিন।
চার, পাঁচ, ছয়।
লেখাপড়া করে সবার মন করব জয়।
সাত,আট, নয়।
এমনভাবে চলব, সর্বক্ষেত্রে যেন হয় জয়।
দশ, এগারো, বারো।
রাস্তা হইতে সবাই দুরে থাকো।
তেরো, চৌদ্দ, পনেরো।
লেখাপড়া করে সবাই মানুষ হব, সবাই পন কর।
ষোল, শতেরো, আটার।
সঠিক সময়ে স্কুলে যাব।
ঊনিশ কুড়ি।
সব বাচ্চারা যেনো মা-বাবার কথামতো চলি।