কবি ও গীতিকার আইয়ুব :
কি যে এল যমুনা, এত আদরের স্ত্রী তার গায়ে ও সয়না।
যার জন্য অনেক ছেলে, স্ত্রী জন্য ,
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কে ও চায় না।
সেই স্ত্রী , যদি অন্যায় করে, তার জন্য , স্বামী ব্যছারা, রাগ তো একটু করতে ই পারে।
কিন্তু স্ত্রী ব্যাছারী কোন ভাবে ই মানতে রাজি না।
এত আদরের স্ত্রী ,
কেন এমন করে বলেন তো দেখি।
স্বার্থে র জন্য সবাই পাগল।উচিত বল্লে,
সবাই বলে পাগল।
এ জগতে আপন বলতে একমাত্র, আছে একজন
তিনি হলেন জননী।
উচিত বল্লে বউ ও চলে যেতে চায় বাপের বাড়ি।
বলেন তো শুনি উচিত কথা স্ত্রী ও সয্য করে নি।
তাই তো বলি ভক্তি
যদি করতে হয় মায়ের চরন কে যেন খুঁজি।
উচিত কথা বলা যেন, অভ্যাস করি।
দুনিয়ার মানুষ ভাল বাসবে না জানি।
সৃষ্টি কর্তার ভাল বাসা ও দয়া ই কামনা করি।
এ জগতে উচিত কথা বল্লে বউ ও করে, রাগারাগি।
ভাল বাসে না নিজের স্ত্রী।