ফরাস উদ্দিন, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ৪টি বালু মহাল ২১ কোটি ৫৮ লাখ টাকায় ইজারা দিয়েছে জেলা প্রশাসন। গত বুধবার (১২ মার্চ ২০২৫) জেলা প্রশাসক কার্যালয়ে দরপত্রে অংশগ্রহণকারী ও সাংবাদিকদের উপস্থিতিতে টেন্ডার বাক্স খোলা হয়। স্বচ্ছতার ভিত্তিতে সকলের সামনে জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান সর্বোচ্চ দরদাতাদের নাম ঘোষণা করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক নাঈমা খন্দকারসহ জেলা বালু মহাল ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইজারা প্রাপ্তদের মধ্যে মাধবপুর উপজেলার মনতলা বালু মহাল ৩১ লাখ ৯৯ হাজার টাকায় ইজারা পেয়েছেন পারভেজ হোসেন চৌধুরী। খোয়াই নদীর পাকুরিয়া বালু মহাল ৬ কোটি ৪০ লাখ টাকায় পেয়েছেন মোঃ আমিনুল ইসলাম। নরপতি ঘরগাও বালু মহাল ২ কোটি ৫২ লাখ ২ হাজার টাকায় পেয়েছেন শফিক মিয়া। অন্যদিকে, চুনারুঘাট উপজেলার রাজার বাজার বালু মহাল ১২ কোটি ৩৪ লাখ টাকায় ইজারা পেয়েছেন রাবেয়া খাতুন।
উল্লেখ্য, গত বছর আওয়ামী লীগ সরকার এসব বালু মহাল মাত্র ১০ কোটি টাকায় ইজারা দিয়েছিল। তবে এ বছর জেলা প্রশাসনের স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক দরপত্রের ফলে ইজারা মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৫৮ লাখ টাকায়। এতে সরকারের রাজস্ব আয় গত বছরের তুলনায় ১১ কোটি ৫৮ লাখ টাকা বৃদ্ধি পেয়েছে।
স্থানীয় প্রশাসন আশা করছে, বালু মহাল ব্যবস্থাপনার স্বচ্ছতা বজায় থাকলে ভবিষ্যতে সরকারি রাজস্ব আয় আরও বৃদ্ধি পাবে।