শাহাদাত ইসলাম (মামুন) হবিগঞ্জ থেকে : বিয়ের বাজার করে বাড়ি ফেরা হলো না নতুন জামাই শাহ আলম ও তার বন্ধু সোয়েমে’র, স্থানীয় সূত্রে জানা যায় শাহ আলমের বিয়ের মার্কেট করার জন্য বন্ধু সোয়েম কে নিয়ে বেলা দু’টার দিকে হবিগঞ্জ সদরে মার্কেট করতে যান দুই বন্ধু, হবিগঞ্জ থেকে বিয়ের মার্কেট শেষে বিকেলে’র দিকে দু’ইজন মোটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার নূরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগামী বাসের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয়, এতে ড্রাইভিংগে থাকা শাহ আলম ঘটনাস্থলেই প্রাণ হারায়।
শাহ আলমে’র সঙ্গে থাকা বন্ধু সোয়েমে’রো মারাত্মক ভাবে যখন হয়, পথচারীরা সোয়েম’কে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য, কিন্তু সোয়েমে’র মাথায় মারাত্মক জখম হওয়ার কারণে সোয়েম ও হাসপাতালে পৌঁছার পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ব্রাম্মাডুরা গ্রামের সাবেদ আলীর পুত্র শাহ আলম (২৮) ও একই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে সোয়েম মিয়া (২৫) ঢাকা-সিলেট মহাসড়কে’র শায়েস্তাগঞ্জ নুরপুর এলাকায় খুব দ্রুত মোটরসাইকেল চালানোর কারনে এক্সিডেন্টে মৃত্যুবরণ করেন।
এই বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়া থানার অফিসার ইনচার্জ এ টি এম মাহমুদুল হক জানান হাইওয়ে রোডে মোটরসাইকেল বেপরোয়া ভাবে চালানোর কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন মোটরসাইকেল আরোহীরা।