কবি ও গীতিকার আইয়ুব :
দিবা নিশি করি ভাবনা, একদিন যাব মদিনা।
যেখানেতে গেলে, ঝরে পড়ে সমস্ত গুনাহ।
দিবা নিশি করি ভাবনা, একদিন যাব মদিনা।
পাপী তাপী আছি যত জনা,সবারই হউক একটি কামনা, একদিন যাব মদিনা।
নয়ন ভরে দেখলে তোমায়, থাকবে না আর কোন বাসনা।
একদিন যাব মদিনা।
দিবা নিশি করি ভাবনা যাব মদিনা।
আমি যাব মদিনা।