কবি ও গীতিকার আইয়ুব :
এ পৃথিবীতে আমরা সকল মানুষ ই,
চাই সুন্দর মনের মতো একটি সুন্দর ঘর।
তার পর৷পরকে করে আপন।গড়বে সুন্দর জীবন,
ভাবে না মানুষ কখনো আমাদের জীবন এমন এ পৃথিবী ছেড়ে কে যাবে কখন,।
এটা তো নয় আপন গড় মৃত্যুর পর আত্মীয় স্বজন মিলে মিশে ঘর হইতে বাহির করে রাখবে , তখন।
আসল ঘরের সন্দান করি কয় জন।
যেখানে রবো জিন্দিগি বর,
বুঝে ও বুঝে না মানুষ।,
কেন করি এমন।
সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে,
কি করব জিন্দেগী ভর,মানুষ শুধু চায়
এ জগত ভড়ে থাক টাকা পয়সা ও সুন্দর সুন্দর ঘর।
ঘর ঘর আর ঘর।