কবি ও গীতিকার আইয়ুব :
বতর্মান যুগের যুবক- যুবতী, সুন্দর সমাজ গড়বে তাহারাই।
আর আছেন যত বয়স্ক ও বৃদ্ধ, তাদের নাই গায়ে শক্তি, তাই তাঁহারা অনেক অনেক সময় দিবেন সুন্দর সুন্দর যুক্তি।
মসজিদে যাবেন নামাজ পড়বেন,
এই হল তাহাদের কাজ। এই হল তাহাদের বড় কাজ।
আর বর্তমান যুগের যুবক যুবতী, তাহারা নিজ দেশের উন্নয়ন সুন্দর দেশ গড়তে সবাই মিলে মিশে করবেন কাজ।
এই হল বর্তমানে যুগের যুবক যুবতীদের কাজ।
ভালো ভালো কাজ করতে কেউ ই মনে নিবেন না লাজ।
সবাই মিলে মিশে গড়ব সুন্দর একটি দেশ ও জাতির জন্য সুন্দর সমাজ।
এই হলো বতর্মান যুগের যুবক যুবতীদের কাজ।