নাসীর উদ্দিন : সুনামগঞ্জের ছাতক উপজেলায় ইসলাহুল মুসলিমীন যুব সংঘের উদ্যোগে ৪র্থ তম তাফসীরুল কুরআন মাহফিল সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ ই জানুয়ারি ) দুপুর ২ঘটিকা হতে মধ্যরাত পযর্ন্ত এ তাফসীরুল কোরআন মাহফিল উপজেলার কালারুকা ইউনিয়নের নৌকাকান্দি গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে হাসনাবাদ দারুল হাদীস অষ্টগ্রাম মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতিমীম মাওলানা আব্দুল কাদির ও শায়খুল হাদীস মাওলানা লুৎফু রহমানের সভাপতিত্বে ও মাওলানা নুরুল ইসলাম নোমানীর পরিচালনায় অনুষ্ঠিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসির কুরআন আল্লামা মেরাজুল হক মাযহারী ঢাকা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উদীয়মান তরুণ বক্তব্য রাখেন মাওলানা মুফতি উবায়দুর রহমান হুযায়ফী ঢাকা, প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখানে- মাওলানা বেলায়ত হোসেন ঢাকা।
আরও বক্তব্য রাখেন- আল্লামা নুরুল ইসলাম পীর সাহেব বারইগ্রামী, মাওলানা সাইফুল ইসলাম জালালাবাদী, মাওলানা মুফতি জাকারিয়া জাবের বালাগঞ্জী, মাওলানা আল-আমীন হোসাইন আহমদী নেত্রকোনা, মাওলানা আইয়ুব বিন রাশিদ আল মাদানী ইমাম ও খতিব নৌকার্কান্দি জামে মসজিদ সহ নবীন ও প্রবীণ উলামায়ে কেরাম প্রমুখ।