মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সহকারী স্কুল শিক্ষিকার নামে ২২ লক্ষ টাকার চেক ডিজঅনার মামলা করা হয়েছে।
সূত্র জানায়,মাধবপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের আবুল বাসোরের ছেলে আবু মুসার নিকট থেকে ২২ লাখ টাকা নেয় উপজেলার দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা মোছাম্মৎ আক্তার। পরবর্তীতে রুনা তার টাকা না দিয়ে নানান চলছাতুরি শুরু করে। এই ঘটনায় আবু মুসা বাদী হয়ে রুনা আক্তার এর বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মালমা নং- ৩৭৮/২২( মাধব)।বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই কে তদন্ত করার নির্দেশ দেন। পি বি আই স্থানীয় সাক্ষীদের স্বাক্ষ্য তদন্তে অভিযোগের সত্যতা নিশ্চিত করে রিপোর্ট প্রদান করেন। বিজ্ঞ আদালত মামলার তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে বিবাদী রুনা আক্তারের নামে গত ২৪/১২/২০২৪ খ্রি. তারিখে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং বিবাদী রুনা আক্তার ২৬/১২/২০২৪ খ্রি. বিজ্ঞ আদালতে জামিনের আবেদন করায় আদালত শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন। বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের দায়ে ওই শিক্ষকের বিরুদ্ধে শিক্ষক সমাজের মধ্যে নেতিবাচক প্রভাব সৃষ্টি হয়েছে। এর প্রেক্ষিতে শিক্ষা অফিসের পক্ষ থেকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবী তুলেছেন সচেতন মহল।