নাসীর উদ্দিন : সুনামগঞ্জের ছাতক উপজেলায় খাদিমুল ইসলাম পরিষদ হাসনাবাদ এর উদ্যোগে ২দিন ব্যাপী ১৪ তম তাফসীরুল কোরআন মাহফিল সম্পন্ন হয়েছে।
গত রবিবার ও সোমবার (১২ ও ১৩ ই জানুয়ারি ) প্রতিদিন দুপুর ২ঘটিকা হতে রাত ১১টা পযর্ন্ত ২দিনব্যাপী এ তাফসীরুল কোরআন মাহফিল উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত ২দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে হাসনাবাদ মাদ্রাসার প্রবীণ শিক্ষক মাওলানা ইসকন্দর আলী ও হাসনাবাদ দারুল হাদীস অষ্টগ্রাম মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতিমীম মাওলানা আব্দুল কাদিরের সভাপতিত্বে ও হাফেজ মাসুদ আহমদের পরিচালনায় তাফসিরের প্রথম দিনের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস মাওলানা ফজলুর রহমান খাঁন বানিয়াচং, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কোরআন মাওলানা লোকমান সাদী ঢাকা। আরও বক্তব্য রাখেন- মাওলানা আব্দুল মুমিন সিলেট, হাফিজ মাওলানা আমিনুল ইসলাম মুহাদ্দিস হাসনাবাদ মাদ্রাসা, মাওলানা মুফতি শামীম আহমদ খতিব হাসনাবাদ জামে মসজিদ।
২য় দিনের তাফসীর অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসিরে কোরআন মাওলানা মুফতি রেজাউল করিম আবরার ঢাকা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মিষ্টবাসী বক্তা মাওলানা মুফতি নূরুল আলীন আল- ফরিদী ঢাকা, বিশেষ আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন- মাওলানা মুফতি উবাইদুর রহমান হুযাইফী ঢাকা।
আরও বক্তব্য রাখেন- মিষ্টবাসী বক্তা মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী, মাওলানা মুফতি আতাউর রহমান বাহুবলী ও মাওলানা শাহীন আহমদ সহ প্রমূখ।