নাসীর উদ্দিন : বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ সমাজের অসহায় লাঞ্চিত-বঞ্চিত ও অপরাধ নির্মুলে কাজ করার পাশাপাশি প্রতিবছরের ন্যায় এবারও দেশব্যাপী অসহায় ও দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে।
যুক্তরাজ্য প্রবাসী আছমা খানম, দেলোয়ার হোসেন ও এতিমুর রহমান শাহ রফিজ শাহ শওদাগর এর সার্বিক সহযোগিতায় বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার ( ৮ ই জানুয়ারি ) দুপুরে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে সিলেটে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের সহ- সাধারণ সম্পাদক সাংবাদিক নাসীর উদ্দিনের পরিচালনায় বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের পক্ষ থেকে সিলেটে শীতার্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ও সিনিয়র এডভোকেট সামসুজ্জামান জামান,
তিনি বলেন, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ সমাজের অসহায়দের পাশে আপদে- বিপদে দাড়ায় ও দুর্নীতি প্রতিরোধ নিয়ে কাজ করায় আমি বেশ খুশি ও সংঘটনের সফলতা কমনা করি। এবং সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানাই যে, আপনারাও যার যায অবস্থান থেকে সাধ্যমত অসহায়দের পাশে দাড়ান।
আরও উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের সদস্য, সিলেটের দিনকালের নির্বাহী সম্পাদক নাজমুল কবির পাভেল, এড. সৈয়দ মোহাম্মদ তারেক, এড. আলী মোস্তফা মিশকাতুন নুর, এড মোহাম্মদ নিজাম উদ্দিন, বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, প্রতাষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক আহবাব চৌধুরী।
উল্লেখ্য যে, বিগত ২ জানুয়ারী রাজধানী ঢাকায় আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে শীতবস্ত্র বিতরণের কার্যক্রম শুরু করেন বাংলাদেশ পুলিশ বাহিনীর ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স (ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগ) অতিরিক্ত ডি.আই.জি মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
এবং ৭ জানুয়ারি রাতে
ওসমানীনগর-বিশ্বনাথ-বালাগঞ্জে রাত্রে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহ মোঃ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আহবাব চৌধুরী ও কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এর তত্বাবধানে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পিবিআই হেড কোয়ার্টার সাব ইন্সপেক্টর সুজিত চক্রবর্ত্তী শেরপুর আশুগঞ্জবাজার, মৌলভীবাজার সদর থানা এলাকাধীন সাগরিকা রেষ্টুরেন্ট এর প্রোপ্রাইটর শাহাজাহান মিয়া ও বাংলাদেশ দুর্নীতি প্রতিরোধ পরিষদ ওসমানীনগর উপজেলা শাখার লিমন দেব উপস্থিত থেকে বিতরণ করেন।