কবি ও গীতিকার আইয়ূব
এ দুনিয়া কেন এমন, স্বার্থ ছাড়া কেউই করে না কারো যতন
কেন হয় এমন।
ভালোবাসার জন্য সকলই পাগল দেখা যায় সবাই করে তার যতন
একটু গোলমাল দেখা দিলেই বুঝতে পারে মানুষ কে কার কত আপন,
কেন হয় এমন,স্বার্থ ছাড়া কেউ-ই কারো করে না যতন।
জননী ছাড়া এই জগতে একজন ও নাই আপন,
স্বার্থের জন্য সবাই সবার পাগল লাগে না আপন পর
কিন্তু স্বার্থ পুরালে সব আপনরাও হয়ে যায় পর
কেন এ দুনিয়ার মানবজাতি এমন।