নাসীর উদ্দিন : সাংবাদিক ও সাংবাদিকতার কল্যাণে বাংলাদেশের প্রথম অন্যতম ব্যাতিক্রমমী সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির সদস্যদের জন্য বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটি কর্তৃক আয়োজিত সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা-২০২৪। রাষ্ট্র ও সামাজিক উন্নয়নে সাংবাদিকতার ভুমিকা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট, কলম ও কোটপিন প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৮ই ডিসেম্বর ) দুপুর ২ টা থেকে রাত ৭টা পযর্ন্ত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভি আই পি কনফারেন্স হল, ২২/১ তোপখানা রোড, ঢাকায় এ সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা -২০২৪ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কর্মশালার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- মোঃ আজিম শেখ।
বাংলাদেশ রিপোর্টর্স সোসাইটির চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ মাহফুজের সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব মজনুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হাইকোর্টের সাবেক বিচারপতি এ এফ এম আব্দুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. আবুল মনসুর আহমেদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডিন গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হানিফ খান ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক সচিব, শ্যামল চন্দ্র কর্মকার।
প্রশিক্ষণ শেষে বাংলাদেশ রিপোর্টার্স সোসাইটির কার্যনির্বাহী কমিটির ৪৮ তম আলোচনা সভা ও সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়ছে। পরিশেষে সংগঠনের চেয়ারম্যানের বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন আব্দুল আজিজ মাহফুজ