কবি ও গীতিকার আইয়ুব:
মানুষ নামের মানুষ আমি, আসল মানুষ ই তো হতে পারলাম না
সারাজীবন কাটাইয়া দিলাম আমি, আসল ঠিকানা ই তো খোজে পেলাম না।।
কখন জানি প্রান পাখি টা উড়ে যাবে কেউই তো জানতে পারবে না।।
মানুষ নামের মানুষ আমি, আসল মানুষ ই তো হতে পারলাম না।।
ধরার এই লোভে , আপন পর কিছু ই চিনলাম না।।
কেন আসলাম কেন যাব
কিছু ই তো বুঝতে পারছি না। মানুষের নামের মানুষ আমি। আসল মানুষ ই তো হতে পারলাম না।।