মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরের মনতলা বাজারে ঐতিহ্যবাহী শাহ হরমুজ আলী ফাউন্ডেশন এর পক্ষ থেকে অন্তত অর্ধ শতাধিক গরিব দুঃখীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২২ ডিসেম্বর) মনতলা বাজারে এটি অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনটির পরিচালক মেহেদী হাসান মাসুদ, মাধবপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি আজিজুর রহমান জয়, সাংবাদিক রুবেল মিয়া,সহ অনেক বিশিষ্টজনেরা।
মেহেদী হাসান মাসুদ জানান, আমরা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে অতীতের ধারাবাহিকতায় এবারও অনুদান দিয়ে আসছি।আমার অস্ট্রেলিয়া প্রবাসী বড় ভাই জিএম ওসমানের জন্য আপনারা সকলেই দোয়া করবেন। তিনি যাতে এলাকার জন্য বড় কিছু করতে পারে।